মঙ্গলবার :: ০৮.০১.২০১৯
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলা পর্যায়ে ৪৮ তম জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মুখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল,মাদরাসাও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। মোট ৫১টি ইভেন্টে ছেলে মেয়েদের সাঁতার, ফুটবল,কাবাডি, হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়