১ম প্রতিষ্ঠা বার্ষিকী

২৮ ডিসেম্বর ২০১১ ইং তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক ‘রেডিও মহানন্দা’ সম্প্রচারের জন্য লাইসেন্সপ্রাপ্ত হয়। তাই “যদি বন্ধুহও – হাতটি বাড়াও” শ্লোগানটিকে সামনে রেখে ৫ জানুয়ারি ২০১৩ শনিবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে ৬০০ শ্রোতার উপস্থিতিতে রেডিও মহানন্দার ‘১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও শ্রোতা সমাবেশ’ আয়োজন করা হয় । বর্ণাঢ্য এ আয়োজনে জাতীয় সংগীত এর সাথে জাতীয় পতাকা ও রেডিও মহানন্দা পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ (রেডিও মহানন্দা বেস্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ১ জন, রেডিও মহানন্দা শুভান্যুধায় অ্যাওয়ার্ড ২ জন, রেডিও মহানন্দার পক্ষে অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক, রেডিও মহানন্দা শ্রোতা অ্যাওয়ার্ড ১, জন সর্বোচ্চ এসএমএস দাতা ১ জন পুরুষ ও ১ জন নারী, আর রেডিও মহানন্দার বিভিন্ন অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ।

Scroll to Top