শনিবার :: ২৭.১০.২০১৮
শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। গতকাল তিনি শপথ নেন। এদিকে, এ নিয়োগকে অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। গতকাল প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স পার্টি সরকার থেকে সরে দাঁড়ায়। এরপরই প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে ক্ষমতাচ্যুত করা হয়। নানা নাটকের পর কার্যত সাংবিধানিক সঙ্কটের মুখে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট সিরিসেনা।