মঙ্গলবার :: ০২.১০.২০১৮
শিবগঞ্জ উপজেলার দুটি গোরস্তানের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে ৬ লাখ টাকা ব্যয়ে মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী কেন্দ্রীয় গোরস্তান ও গুয়াবাড়ি চাঁদপুর উত্তরপাড়া কেন্দ্রীয় গোরস্তানের প্রাচীর ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ উপলক্ষে মাহতাব উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নামোটিকরী আলিম মাদ্রাসার সুপার আবদুস সালাম, হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আবু তালেবসহ অন্যরা।