মঙ্গলবার :: ১৮.০৯.২০১৮
শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ চাঁপাইনবাবগঞ্জের জাতীয় ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় ৭ টি প্রতিষ্ঠান পরিদর্শন করে ২টিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ ও ৫১ অনুযায়ী অবৈধ ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং ৩৮ ধারা অনুযায়ী পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে একটি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা নূরুল ইসলাম। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। অভিযানে নিরাপত্তা বিধানে শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়জিত ছিল।