বুধবার :: ১০.১০.২০১৮
শাহ নেয়ামতুল্লাহ কলেজের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। আজ সকালে শাহ নেয়ামতুল্লাহ কলেজের সামনে থেকে অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের সুলতানুল ইসলাম মনি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যে মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ শরিফুল আলম, মনোবিজ্ঞান বিভাগের প্রধান শাহীন কাওসার, স্টাফ কাউন্সিলের সম্পাদক মাহফুজুর রহমান ডনসহ অন্যান্যরা। এবারের প্রতিপাদ্য ছিল পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজ ও মানসিক স্বাস্থ্য।