সোমবার :: ১০.০৯.২০১৮
পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকা দাঁতের চিকিৎসক ডা. আরিফ আলভি। গতকাল ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউস আইওয়ান-ই-সাদরে আরিফ আলভিকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। এর আগে, গত ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির জ্যেষ্ঠ নেতা আলভি ৪৩০ ভোটের মধ্যে পেয়েছেন ২১২ ভোট পেয়ে নির্বাচিত হন। আলভী পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ছাত্রজীবনে লাহোরের একটি ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।