শুক্রবার :: ১১.০১.২০১৯
উজ্জীবিত লেভান্তের মাঠে চেনা ছন্দে দেখা মেলেনি বার্সেলোনার। কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে হেরে গেছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেসসহ নিয়মিত একাদশে অনেককে বাইরে রেখে খেলতে নামা শিরোপাধারীদের গতকাল রাতে ২-১ গোলে হারায় লা লিগায় পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকা লেভান্তে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল বার্সেলোনা। এর আগে সবশেষ তারা হেরেছিল গত ১১ নভেম্বর, লা লিগায় রিয়াল বেতিসের কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে।