শুক্রবার :: ২৬.১০.২০১৮
সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পালশায় অবস্থিত রফিক সোনামনি পাঠশালার পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে স্কুল প্রাঙ্গণে উপস্থিত শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ, দাতা ও স্থানীয়দের সম্মতিতে কমিটি গঠিত হয়। এ স্কুলের অন্যতম উদ্যোক্তা রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বনিদ্বতায় পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটিতে দাতা হিসেবে রয়েছেন রোটারী কমিউনিটি কোর অব পদ্মার সভাপতি আশফাকুর রহমান রাসেল, জনপ্রতিনিধি রয়েছেন স্থানীয় ইউপি সদস্য রাশিদুল ইসলাম এবং পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম। আগামী ৩ বছরের জন্য গঠিত নতুন কমিটির কাছে স্কুলের সার্বিক উন্নয়ন আশা করছেন এলাকাবাসী।