মঙ্গলবার :: ০৪-১২-২০১৮
লিওনেল মেসি নয়তো ক্রিস্টিয়ানো রোনালদো-গত এক দশকে ঘুরেফিরে ব্যালন ডি’অর জিতেছেন দুজন। এই দুজনের রাজত্ব ভেঙে ২০১৮ সালের ব্যালন ডি’অর পুরস্কার জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ। প্যারিসে স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানে মডরিচের হাতে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর এই সম্মানজনক পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। পরে সাংবাদিকদের ভোটে রোনালদো ও আঁতোয়ান গ্রিজমানকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জিতলেন মডরিচ। ১০ বছর পর মেসি-রোনালদোর বাইরে আবার কেউ এই পুরস্কার জিতলেন। মেসি-রোনালদোর দ্বৈরথ ভেঙে এই বছর ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন মডরিচ। তার আগে জিতেছেন উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ফিফার বর্ষসেরাতেও সেরা তিনে ছিলেন না মেসি, ব্যালন ডি’অরেও একই পরিণতি।