ছাত্রদের সন্ধ্যার পর বাসায় ফেরা নিশ্চিত করতে হবে : হরিপুরে সমাবেশে রুহুল আমিন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের সন্তান যারা ছাত্র তাদেরকে সন্ধ্যার পর বাসায় ফেরা নিশ্চিত করতে হবে। জরুরি কাজ ছাড়া কারো সন্তান যেন রাত ৮টার পর ঘরের বাইরে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
শুক্রবার বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর পূর্ব পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে কিশোরদের সচেতনতায় অভিভাবক ও কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন আরো বলেন, এই হরিপুরে সাবেক খামার ইউনিয়ন থেকেই আমার জনপ্রতিনিধিত্বের হাতেখড়ি। এ ইউনিয়নে তৎকালীন চোর ডাকাত হারিয়ে গিয়েছিল। কিশোরদের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি আরো বলেন, কিশোররা যেন কোনো গ্যাংয়ে না যায়, কোনো গ্যাং যেন না করে, যারা কিশোর গ্যাং করে তাদেরকে এ পথ থেকে ফিরিয়ে আনতে অভিভাবকদের উদ্যোগী হতে হবে, আমার ছেলে কাদের সাথে আড্ডা দেয় আমাকে খোঁজ রাখতে হবে। তিনি কিশোরদের অরুচিকর চুল কাটার বিষয়ে অভিবাবকদের সচেতন হাওয়ার আহবান জানান।
মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিন উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন মাস্টার, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজাহান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। সমাবেশ সঞ্চালনায় ছিলেন, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম।

Scroll to Top