বৃহস্পতিবার :: ০৪.১০.২০১৮
আদিনা ফজলুল হক সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় ইংরেজি বিভাগকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে দর্শন বিভাগ। দর্শন বিভাগের পক্ষে গোল ২টি করে পলাশ ও মেহেদী । আর ইংরেজি বিভাগের পক্ষে গোলটি করে শরিফ। আগামী ৮ তারিখে একাদশের মুখোমুখি হবে উদ্ভিদবিদ্যা বিভাগ ।