৮ রানে ৭ উইকেটে নিয়ে নতুন ইতিহাস গড়লেন ইদ্রুস

৮ রানে ৭ উইকেট। তাও আবার টি-টোয়েন্টিতে। ভাবা যায়? এমন অভাবনীয় সাফল্য অর্জন করে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন মালয়েশিয়ার পেসার সাইয়াজরুল ইদ্রুস। আজ বুধবার (২৬ জুলাই, ২০২৩) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর এশিয়া অঞ্চলের ‘বি’ টুর্নামেন্টের বাছাইপর্বের ম্যাচে চীনের বিপক্ষে এমন অভাবনীয় কীর্তি গড়েছেন ৩২ বছর বয়সী মালয়েশিয়ান পেসার। যে সাতটি উইকেট নিয়েছেন সবকটিই তিনি বোল্ড করেছেন। এর মধ্য দিয়ে ইদ্রুস ভেঙে দিয়েছেন টি-টোয়েন্টিতে পিটার আহোর সেরা বোলিং রেকর্ড। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষের ম্যাচে নাইজেরিয়ার হয়ে খেলে ৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতোদিন সেটাই ছিল সেরা বোলিং ফিগার। আর আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে ভারতের দীপক চাহার ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৭ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬ উইকেট। এছাড়া উগান্ডার দিনেশ নাকরানি ২০২১ সালে লেসেথোর বিপক্ষে ৭ রানে নিয়েছিলেন ৬ উইকেট। কুয়ালালামপুরে এদিন মালয়েশিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চীন। বিনা উইকেটে তারা ১২ রান তোলে ৪ ওভারে। অবশ্য ডানহা পেসার ইদ্রুস তৃতীয় ওভারে বল করে ৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। কিন্তু পঞ্চম ওভারে আবার এসে রীতিমতো বিধ্বংসী বোলিং করেন।

ওই ওভারের প্রথম বলেই উইকেট নেন। ৩ রানে ব্যাট করা ওয়াং লিউয়াংকে বোল্ড করেন। একবল পরে বোল্ড করেন ৭ রানে ব্যাট করা ওয়েই গুয়েকে। পঞ্চম বলে গিয়ে শূন্যরানে বোল্ড করেন তিয়ান সেন কুনকে। ষষ্ঠ বলে শূন্যরানে বোল্ড করেন চেন জুহোকে। তাতে ২ ওভারে ৫ রান দিয়ে ৪ উইকেট ঝুলিতে পোরেন তিনি। সপ্তম ওভারে আবার এসে পঞ্চম বলে কুয়ি ওয়াংকে বোল্ড করে ফাইফার পূর্ণ করেন। তার বোলিং ফিগার দাঁড়ায় ৩-০-৮-৫।

নবম ওভারে তিনি কোনো রান দেননি। কিন্তু দ্বিতীয় ও পঞ্চম বলে যথাক্রমে জাই কুনকুন ও জায়ো তিয়ানলেকে বোল্ড করে নতুন এক ইতিহাস গড়েন। অর্থাৎ ৪ ওভারে ১ মেডেনসহ ৮ রান দিয়ে ৭ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। বোলিং ফিগার ৪-১-৮-৭! তার বিধ্বংসী বোলিংয়ে ১১.২ ওভারে মাত্র ২৩ রানে অলআউট হয়ে যায় চীন। জবাবে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মালয়েশিয়া।নতুন বিশ্বরেকর্ড গড়ে ম্যাচসেরা হন সাইয়াজরুল ইদ্রুস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top