৬৮৭ রানে ভারতের ইনিংস ডিক্লেয়ার।

শুক্রবার ঃঃ ১০.০২.২০১৭

 

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ৬ উইকেট হারিয়ে ৬শ’ ৮৭ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে স্বাগতিক ভারত। আজ ৩ উইকেটে ৩শ’ ৫৬ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বিরাট কোহলির দল। অন্যদিকে, টানা চতুর্থ টেস্টে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়ে কোহলি আউট হন ব্যক্তিগত ২০৪ রানে। দিনের শেষ দিকে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ভারতের তরুণ ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। ব্যক্তিগত ১শ’ ৬ রানে অপরাজিত থাকেন তিনি। সব মিলিয়ে ৬ উইকেটে ৬শ’ ৮৭ রানের বড় সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে স্বাগতিকরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …