শনিবার :: ২৩.০৯.২০১৭
পবিত্র হজ পালন শেষে ৬০ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজী বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গতকাল পর্যন্ত ৬০ হাজার ১শ’ ৫২ জন হজ যাত্রী সৌদি আরব হতে দেশে ফিরেছেন। এবারের হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২শ’ ২৯ জন সৌদি আরব গেছেন। এরমধ্যে সৌদি আরবে বাংলাদেশের ১শ’ ৩৫ হজ যাত্রী ইন্তেকাল করেছেন।