৪ রোগীকে ২ লক্ষ টাকার চেক প্রদান

চাঁপাইনবাবগঞ্জে ৪ জনকে চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে। আজ সকালে তার নিজ বাসায় চেকগুলো প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. গোলাম রাব্বানী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. সাইফুল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য, ফেরদৌসী ইসলাম জেসির সুপারিশে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের এই জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top