রবিবার :: ০৮.০৪.২০১৮
কৃষকদের কাছ থেকে কেজি প্রতি ৩৮ টাকা দরে বোরো চাল ও ২৬ টাকা কেজি দরে বোরো ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর আতপ চাল সংগ্রহ করা হবে ৩৭ টাকা কেজি দরে। তবে উৎপাদন কম হওয়ায় এবার গম সংগ্রহ করা হবে না। আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ এ তথ্য জানান। খাদ্যমন্ত্রী বলেন, এবার ৮ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। তিনি আরো জানান, আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শেষ হবে আগামী ৩১ আগস্ট।