বৃহস্পতিবার :: ১৯:১০:২০১৭
আগামী সপ্তাহে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। ইতোমধ্যে এ পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে বলে পিএসসি সূত্রে জানা গেছে। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আগামী সপ্তাহের মধ্যে ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। ৩৭তম বিসিএস পরীক্ষার প্রাথমিক বাছাই প্রিলিমিনারি পরীক্ষার ফল অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান পিএসসির চেয়ারম্যান।