রবিবার :: ১৫.০৪.২০১৮
মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া উপজেলা পর্যায়ে চলমান টিআর, কাবিখা, সোলার প্যানেল, ইজিপিপি, ব্রিজ-কালভার্ট, এইচবিবিসহ বিভিন্ন প্রকল্পকাজ ৩০ এপ্রিল নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল। আজ দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে দেশের ১৩ জেলার প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। তবে যেসব উপজেলার প্রকল্পের তালিকা এখনো পাওয়া যায়নি জেলা প্রশাসকের উদ্যোগে দ্রুত প্রকল্প তালিকা প্রস্তুত করে কাজ শুরু করার তাগিদ দেন সচিব শাহকামাল।