৩টা বাচ্চা, চাকরি ও মিডিয়াতে কাজ করি, সুন্দর সংসারও আছে আমার

লাক্স তারকা সৈয়দা তাজ্জি। ২০০৮ সালে এই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হন তিনি। এরপর অভিনয় করেন নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনে। এখন স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়াতে পুরোপুরি থিতু হয়েছেন। সেখানে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। তিন সন্তানের জননী সৈয়দা তাজ্জি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এত সব সামলেও সাজপোশাকে আভিজাত্যে ধরে রেখেছেন। ব্যক্তিগত এসব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। কিন্তু নেটিজেনদের অনেকে বিষয়টি নিয়ে কটাক্ষা করেন। এবার এ নিয়ে কড়া জবাব দিলেন তাজ্জি।
বুধবার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়া থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাজ্জি। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, এখন আমার তিনটা বাচ্চা। আমি আমার ফুল টাইম জবের ক্যারিয়ারও ধরে রেখেছি। বাংলাদেশে অভিনয় ক্যারিয়ারেও টুকটাক আছি। আমি দুই বাচ্চার মা হয়ে পড়ালেখাও করেছি এবং ঢং করে দুইটা মাস্টার্স ডিগ্রিও নিয়ে ফেলেছি। আমি মিডিয়াতে কাজ করি। মিডিয়াতে কাজ করেও আমার সুন্দর একটা সংসার আছে।’৩ বাচ্চা ও চাকরি সামলেও নিজেকে সাজিয়ে রাখতে ভুল করেন না তাজ্জি। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি এখনো স্টাইলে চলতে পছন্দ করি, এখনো সেজেগুজে থাকি, বাইরে গেলে পারফিউম লাগাতে ভুলি না। বাচ্চাদের দুধ, ডায়াপার নিতেও ভুলি না। কিন্তু আপনারা যারা আমাকে নিয়ে এত চিন্তা করছেন, তিনটা বাচ্চার মায়ের শখ নিয়ে এত রিসার্চ করছেন, আপনারা ভাত খেতে ভুলেন না তো!’ কটাক্ষ করা নেটিজেনদের উদ্দেশ্যে তাজ্জি বলেন, ‘যারা আমাকে নিয়ে খাতা-কলম খুলে বসেছেন, দিনের এত সময় নষ্ট করছেন, কত মানুষের সামনে কত কথা বলা লাগে, দয়া করে ভিটামিনটা খেতে ভুলবেন না। আমি চাই, আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যাবেন। আর যখন আর এনার্জি পাবেন না, আমাকে ফোন অথবা মেসেজ দিবেন। কারণ আপনারা তো জানেনই, আমার অনেক এনার্জি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top