বুধবার ঃঃ ১৪.০৬.২০১৭
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, ‘ইনকাম জেনারেটিং এক্টিবেটিস ট্রেনিং অব ওমেন অ্যাট উপজেলা লেভেল’ প্রকল্পের আওতায় সরকার ২ লাখ ১৭ হাজার ৪৪০ জন মহিলাকে আইজিএ প্রশিক্ষণ প্রদান করবে। তিনি আজ সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গ্রামের অসহায় মহিলাদের সহায়তার জন্য সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এই প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের ৪২৬টি উপজেলা, ৮টি বিভাগীয় শহর ও ৬৪টি জেলা শহরে দরিদ্র মহিলাদের স্থানীয় চাহিদার ভিত্তিতে ২টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।