বুধবার ০১.০৩.২০১৭
প্রায় দু’দিনের চরম দুর্ভোগ-ভোগান্তির পর অবশেষে ঢাকাসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ দুপুরে মালিক-শ্রমিকের নিয়ে বৈঠকের পর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান কর্মবিরতি প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এরপরই রাজধানীসহ দেশের জাতীয় ও আঞ্চলিক সড়কে সব রকমের গাড়ি চলাচল শুরু হওয়ার খবর আসছে। উল্লেখ্য,সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আদালত। এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে চালকের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেন আদালত। এরপরই গতকাল থেকে সারা দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়।