২ দিন ভোগান্তির পর যান চলাচল শুরু।

বুধবার ০১.০৩.২০১৭

 

প্রায় দু’দিনের চরম দুর্ভোগ-ভোগান্তির পর অবশেষে ঢাকাসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু হয়েছে। আজ দুপুরে মালিক-শ্রমিকের নিয়ে বৈঠকের পর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান কর্মবিরতি প্রত্যাহার করে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান। এরপরই রাজধানীসহ দেশের জাতীয় ও আঞ্চলিক সড়কে সব রকমের গাড়ি চলাচল শুরু হওয়ার খবর আসছে। উল্লেখ্য,সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের মামলায় বাসের চালক জামির হোসেনকে গত ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আদালত। এই রায়ের প্রতিবাদে প্রথমে চুয়াডাঙ্গা, পরে খুলনা বিভাগের ১০ জেলায় আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। এরই মধ্যে সাভারে ট্রাকচাপায় এক নারী নিহতের দায়ে চালকের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় দেন আদালত। এরপরই গতকাল থেকে সারা দেশে আকস্মিক ধর্মঘট ডাকা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …