২৯ মার্চ দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

শনিবার :: ২৪.০৩.২০১৮

দুই কোরিয়ার সীমান্তবর্তী পানমুনজম গ্রামে আগামী ২৯ মার্চ শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। আগামী এপ্রিলে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের আগে প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হবে বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার পুনঃএকত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর কোরিয়ার ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ কমিটির চেয়ারম্যান সি সন গুন। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়া আজ সকালে বার্তা পাঠিয়েছে যে, ২২ তম আন্তঃকোরীয় উচ্চপর্যায়ের বৈঠকে পানমুনজমে বৈঠকের যে পরামর্শ হয়েছিল তাতে তারা সম্মত আছে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে মুন ও কিমের দিনব্যাপী বৈঠকের পরিকল্পনা করছেন সিউলের কর্মকর্তারা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …