বুধবার :: ২১.০৩.২০১৮
এ বছরের ২৫ মার্চ ও ২৬ মার্চ ভিন্ন মাত্রায় পালন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, চলতি বছরের ২৫ মার্চ ও ২৬ মার্চ ভিন্ন মাত্রায় পালন করা হবে। ২৫ মার্চ রাত ৯টা ১মিনিটে সারা দেশ এক মিনিট স্তব্ধ থাকবে। চলন্ত গাড়ি ওই সময়ে থেমে যাবে। হেঁটে চলা মানুষ থেমে যাবে। দেশের সব বাতি নিভে যাবে। আজ দুপুরে সচিবালয়ে পিআইডি সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের স্বীকৃতির জন্য এমন আয়োজন করা হয়েছে।