২৪ ঘণ্টার মধ্যে ১৫ জেলার সড়ক চলাচলের উপযোগী করার নির্দেশ।

রবিবার:: ২৭.০৮.২০১৭

 

ঈদযাত্রা নির্বিঘœ করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার সব জাতীয় ও আঞ্চলিক সড়ক চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে যশোর সার্কিট হাউজে এক মতবিনিময় অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। এদিকে গত কয়েক দিনের টানা বৃষ্টি, খানাখন্দ আর ভাঙাচোরার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে টাঙ্গাইল থেকে ঢাকায় যেতে দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৫-৭ ঘণ্টা। এর ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …