বুধবার :: ১৩.১২.২০১৭
আইসিসি প্রস্তাবিত নতুন এফটিপিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৫টি টেস্ট খেলবে বাংলাদেশ। এছাড়াও ওয়ানডে ও টি-২০ মিলে এই সময়ের মধ্যে সর্বমোট ১২২টি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। সিঙ্গাপুরে আইসিসির সর্বশেষ সভায় প্রস্তাবিত এই এফটিপি ঘোষণা করা হয়। আরো যাচাই বাছাইয়ের পর ২০১৮ সালে এটি চূড়ান্ত অনুমোদন দেয়ার কথা রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। প্রস্তাবিত ফিউচার ট্যুর প্ল্যানে ৩৫টি টেস্ট ছাড়াও ৪৫টি ওয়ানডে এবং ৪২টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়াও ভারতের সঙ্গে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দুটি পূর্নাঙ্গ সিরিজে অংশ নেয়ার কথাও রয়েছে টাইগারদের। এই এফটিপিতে সর্বোচ্চ ১৫৯টি ম্যাচ পেয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৬টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে যথাক্রমে ১৩০ ও ১২৬টি।