বুধবার::১৫.০২.২০১৭
২০১৮ সালের মধ্যে প্লাস্টিক শিল্পনগরী প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্লাস্টিক মেলা-২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। আমির হোসেন আমু বলেন, জাতীয় শিল্পনীতি-২০১৬ তে আমরা প্লাস্টিক শিল্পকে অগ্রাধিকার খাতের শীর্ষস্থানে রেখেছি। প্লাস্টিক শিল্পের বিকাশে ইতোমধ্যে মুন্সীগঞ্জে ৫০ একর জমির উপর প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে। ১৩৩ কোটি টাকা ব্যয়ে এখানে ৩৬০টি প্লাস্টিক শিল্প ইউনিট স্থাপন করা হবে। যেখানে প্রায় ১৮ হাজার লোকের কর্মসংস্থান হবে। এ কাজ শেষ হবে আগামী বছরের জুনে বলে জানান তিনি।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …