শনিবার ঃঃ ১৫.০৭.২০১৭
সময় পেরিয়ে গেছে ৬ বছর। এতদিন পর এসে ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল নিয়ে তদন্তের দাবি তুললেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বিশ্বকাপের সেই ফাইনালে ভারতের কাছে নিজ দেশ শ্রীলঙ্কার পরাজয়ের কারণ খুঁজে বের করতেই এ দাবি তুলেছেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো রানাতুঙ্গা। এতদিন পরে এসে রানাতুঙ্গার এমন দাবির পেছনে একটি কারণ রয়েছে অবশ্য। বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচটি পাতানো ছিল বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই রানাতুঙ্গার এমন দাবি।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …