২য় প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৩

২৮ ডিসেম্বর ২০১৩, চাঁপাইনবাবগঞ্জের একমাত্র ইলেকট্রনিক গনমাধ্যম কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম-এর আনুষ্ঠানিক সম্প্রচারের ২ বছর হলো। “জীবনের কথা জীবনের সুর” এই বাণীকে বুকে ধরে ২০১১ সালের ২৮ শে ডিসেম্বর জেলার প্রচার তরঙ্গে  আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিল কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা। এদিকে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম-এর আনুষ্ঠানিক সম্প্রচারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটি কে কেন্দ্র করে আজ সন্ধ্যায় রেডিও মহানন্দার কনফারেন্স রুমে সকলের অংশগ্রহনে কেক কাটা হয়। সকলের করতালীর মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী । এ সময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, প্রয়াসের সম্বন্বয়কারী শাহ আজাদ ইকবাল, ষ্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ডাবলু কুমার ঘোষ, রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক গোলাম ফারুক মিথুন, উপদেষ্টা কমিটির মাধ্যমিক শিক্ষা অফিসার তোফিকুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য গৌরী চন্দ্র সিতু, রায়হানুল হক লূনা, রফিক হাসান বাবলুসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি রেডিও মহানন্দার কনফারেন্স রূম থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

Scroll to Top