১ মিনিট আলো জ্বলবে না বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার :: ২৩.০৩.২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৫ মার্চ রাতে এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি পালন করা হবে। এ সময় সব আলো নিভিয়ে রাখতে হবে। আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে এক সভায় তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রী বলেন, পাকিস্তানিরা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে বর্বর গণহত্যা চালায় তা জঘন্য। ওই রাতে তারা বাঙালিদের উপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে সেটি বিশ্ববাসীর কাছে স্মরণীয় করে রাখতে এ কর্মসূচি পালন করা হবে। আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে সারাদেশের মানুষ একসঙ্গে নীরবতা পালন করবে। যদি সঠিকভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরাও এ জঘন্য গণহত্যা দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …