রবিবার :: ২৫.০৩.২০১৮
রশিদ খানের শর্ট বলটা পুল করতে চেয়েছিলেন শাই হোপ। কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করল ব্যাটসম্যানের প্যাডে। আফগানিস্তানের খেলোয়াড়দের জোরালো আবেদনে বেশ কিছুটা সময় নেওয়ার পর আঙুল তুলে দিলেন আম্পায়ার। রশিদ খান নাম লেখালেন ইতিহাসে। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিনার ভেঙেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের রেকর্ড। ৯৯ উইকেট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে হারারেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামেন রশিদ খান। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে হোপকে এলবিডব্লিউ করে মাইলফলক স্পর্শ করেন ১৯ বছর বয়সি স্পিনার।