বুধবার :: ১১.১২.২০১৯।
পদ্মা সেতুতে সফলভাবে বসানো হয়েছে ১৮তম স্প্যান। আজ দুপুর ১টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ১৭-১৮ নম্বর পিলারের ওপর স্থায়ীভাবে বসানো হয়েছে ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙের ১৮তম স্প্যান ‘৩-ই’। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ন কবীর জানান, সকাল সাড়ে ৯টার দিকে মাওয়ার কন্সট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান-ই ভাসমান ক্রেনে করে নির্দিষ্ট স্থানে স্প্যানটি আনা হয়। পরবর্তীতে দুপুরে ১৭-১৮ নম্বরে পিলারের ওপর স্থায়ীভাবে স্থাপন করা হয়।