বুধবার :: ২৮.০৩.২০১৮
বল টেম্পারিং কেলেঙ্কারির ঘটনায় দোষী ক্রিকেটারদের নিষেধাজ্ঞার কথা গতকালই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ। আজ অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞার মেয়াদের কথা জানা গেছে। দক্ষিণ আফ্রিকায় চলমান টেস্ট সিরিজে বল টেম্পারিংয়ের পরিকল্পনা করায় স্মিথ, ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর বল টেম্পারিং করেছেন যিনি সেই ব্যানক্রফটকে ৯ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ঘোষণার মধ্য দিয়ে তাদের এ নিষেধাজ্ঞা শীঘ্রই কার্যকর হবে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে এই ক্রিকেটারদের।