
ইনজুরির কারণে প্রায় ১১ মাস খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। আগেই জানা গিয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজ দিয়ে ফিরছেন তিনি। অবশেষে দলে জায়গা পেয়েছেন এই পেসার। কেবল জায়গাই পাননি, আয়ারল্যান্ড সফরে দলকে নেতৃত্বও দিবেন তিনি। তার সহকারী হিসেবে আছেন ঋতুরাজ গায়কোয়াড়। আয়ারল্যান্ড সফরের দলে জায়গা পেয়েছেন আইপিএলে আলো ছড়ানো রিংকু সিং ও জিতেশ শর্মাও। ইনজুরি থেকে সেরে ওঠা প্রসিদ্ধ কৃষ্ণাও আছে দলে। আয়ারল্যান্ড সফরে ভারত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ১৮ আগস্ট প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। ২০ আগস্ট হবে দ্বিতীয় ম্যাচ। আর ২৩ আগস্ট হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ভারতের মূল দল এশিয়া কাপের জন্য ক্যাম্পে প্রস্তুতি শুরু করবে। সেই ক্যাম্পে বুমরাহকেও রাখার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগে বুমরাহও ফিটনেস দেখতে আয়ারল্যান্ড সফরে পাঠানো হচ্ছে।