সোমবার :: ০৯.০৪.২০১৮
মাদ্রিদ ডার্বি ড্র হওয়ায় সুবিধা হয়েছে বার্সেলোনার। শিরোপা জয়টা আর একটু সহজ হয়েছে তাদের জন্য। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় চ্যাম্পিয়ন হতে বার্সেলোনার এখন প্রয়োজন মাত্র ১০ পয়েন্ট। বার্সেলোনার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধান ১১। লিগে ম্যাচ বাকি রয়েছে ৭টি করে। মোট ২১ পয়েন্টের ফয়সালা হবে এই ৭ ম্যাচে। পরবর্তী ৭ ম্যাচই যদি জিতে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ তাহলে তাদের মোট পয়েন্ট হবে ৮৯। আর বার্সেলোনার বর্তমান পয়েন্ট ৭৯। শেষ ৭ ম্যাচের ২১ পয়েন্টের মধ্যে বার্সা ১০ পয়েন্ট পেলেও তারাই চ্যাম্পিয়ন হবে। কারণ, গোল ব্যবধানে তারাই এগিয়ে রয়েছে।