১০০ জয়ের মাইলফলকে জিদান

সোমবার :: ১৬.০৪.২০১৮

লা রোজালেদা, মালাগার এই স্টেডিয়ামে ১ বছর আগে জিনেদিন জিদানের অধীনে লা লিগা শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেই একই মাঠে কাল মালাগাকে ৩-০ গোলে হারানো ম্যাচে রিয়ালের কোচ হিসেবে শততম জয় পেলেন ফরাসি কিংবদন্তি। ২০১৬ সালের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজ বরখাস্ত হওয়ার দিনে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জিদান। দুই বছরের একটু বেশি সময়ে জয়ের সেঞ্চুরি করলেন ‘জিজু’। জিদানের সবচেয়ে বেশি জয় এসেছে লা লিগায়। ৯৯ ম্যাচে জয় ৬৬টি, ড্র ১৫টি, হার ৯ ম্যাচে। চ্যাম্পিয়নস লিগে জিদানের অধীনে ৩০ ম্যাচে রিয়ালের জয় ২০টি, ড্র হয়েছে ৬টি, হার ৪টি। কোপা ডেল রেতে ১২ ম্যাচে জিদানের জয় ৬টি, ড্র ৪টি ও হার দুটি। জয়ের হার ৫০ শতাংশ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …