শুক্রবার :: ২০.০৪.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত যুব কনস্ট্রাকশন ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে পাইওনিয়ার ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছেন। আজ পুরাতন স্টেডিয়ামে খেলায় মিতালী সংঘকে ৫২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টসে জিতে ব্যাট করতে নেমে পাইওয়নিয়ার দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান সংগ্রহ করেন কিবরিয়া। মিতালী সংঘের ওয়ালিদ ১০ ওভারে ৫৭ দিয়ে ৪ উইকেট, টিপু সুলতান ১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। জবাবে ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মিতালী সংঘ সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে সোহাগ। পাইওনিয়ার ক্রিকেট দলের কিবরিয়া ৫ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট, রাজিবুল ৭ ওভার ৫ বলে ৩২ রান দিয়ে ৩ উইকেট ও রিজন ৯ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের কিবরিয়া। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফউস সামস্ প্যাডি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নানসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা।