হায়দরাবাদের নতুন অধিনায়কের নাম ঘোষনা

বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮

আগের দিন সকালে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ডেভিড ওয়ার্নার। পরে তাকে এবারের আইপিএলেই নিষিদ্ধ করা হয়। আজ হায়দরাবাদের নতুন অধিনায়ক করা হয়েছে কেন উইলিয়ামসনকে। হায়দরাবাদের প্রধান নির্বাহী কে শানমুগাম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ তিনি টুইট করে জানিয়েছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানা”িছ যে, কেন উইলিয়ামসনকে ২০১৮ আইপিএলের জন্য সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক করা হয়েছে।’ কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়েরঘটনায় গতকাল নিজ দেশের ক্রিকেট বোর্ড কর্তৃক আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হন ওয়ার্নার। কলঙ্কিত এই ঘটনায় এক বছর নিষিদ্ধ হন স্টিভ স্মিথও। পরে দুজনকেই এবারের আইপিএলে নিষিদ্ধ করা হয়েছে। রাজ¯’ান রয়্যালসের অধিনায়ক ছিলেন স্মিথ। নিষিদ্ধ হওয়ার আগে তিনিও নেতৃত্ব ছাড়েন।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …