শুক্রবার :: ১৬.০৩.১৮
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বিজিবি ক্যাম্প মাঠে মরহুম মঈনুদ্দীন মন্ডল মন্টু ডাক্তারের প্রীতি স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের ২ টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় ৪৭ রানে খড়িয়াল সন্ধি ক্লাবের কাছে এবং ১০৮ রানে জয় ও মামুন ক্রিকেট একাদশের কাছে পরাজিত হয়েছে জুনিয়র ক্রিকেট একাদশ।
১ম খেলায় টসে জিতে খড়িয়াল সন্ধি ক্লাব ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে ডলার। ১০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫২ রাে অলআউট হয় জুনিয়র ক্রিকেট একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮ রান করে টুয়েল।
২য় খেলায় টসে জিতে জয় ও মামুন ক্রিকেট একাদশ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে জনি। ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জুনিয়র ক্রিকেট একাদশ ৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৪৭ রান করতে সক্ষম হয়। ফলে ১০৮ রানে জয় পায় জয় ও মামুন ক্রিকেট একাদশ।