মঙ্গলবার :: ০৫-০৯-২০১৭
চলতি বছর পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৪শ’ ১৯ জন হাজি নিয়ে আগামীকাল সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। শাকিল মেরাজ বলেন, আগামীকাল থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ ফিরতি হজ ফ্লাইট চলবে ৫ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এ সময়ের মধ্যেই বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে হাজিদের দেশে ফেরত নিয়ে আসবে।