হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি ইতালি-স্পেন

শনিবার::০২/০৯/২০১৭

 

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলে একই গ্রুপে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ইতালি। শুধু যে একই গ্রুপে আছে তা নয়, তাদের পয়েন্টও সমান! ‘জি’ গ্রুপে উভয় দল ৬ টি করে ম্যাচ খেলেছে। উভয় দলের জয় ৫টিতে। ড্র ১টিতে। উভয় দলের পয়েন্ট ১৬ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় স্পেন রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। কারণ, আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও ইতালি। বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায় শুরু হবে ম্যাচটি।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …