হজ ভিসার আবেদন জমার সময় বাড়ালো সৌদি দূতাবাস।

শুক্রবার ঃঃ ১৮.০৮.২০১৭।

আগামীকালও হজের ভিসার আবেদন জমা নেবে সৌদি দূতাবাস। হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, হজযাত্রীদের কথা বিবেচনা করে সৌদি দূতাবাসের কাছে ভিসা জমা দেওয়ার সময় ২১ আগস্ট পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছি। সৌদি দূতাবাস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর কথা জানানো হয়নি। তবে আগামীকালও তারা ভিসার আবেদন জমা নেবে বলে জানিয়েছে। এদিকে সৌদি আরব সরকার চলতি বছর হজের ভিসার আবেদন জমা দেওয়ার সময় বেধে দিয়েছিল গতকাল পর্যন্ত। কিন্তু শেষ সময় পর্যন্ত প্রায় ৫ হাজার হজযাত্রীর ভিসার আবেদন জমা দেয়নি সংশ্লিষ্ট এজেন্সি। গতকাল সৌদি দূতাবাসের কাছে হজ ভিসার আবেদনের সময়সীমা আরও ৩ দিন বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …