বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯০ হাজারেরও বেশি হজগমনেচ্ছু নিবন্ধন সম্পন্ন করেছেন। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮শ ৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪ হাজার ১শ ৬৬ জনসহ মোট ৯০ হাজার ২৫ জন নিবন্ধন করেছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ এপ্রিলের পর হজ ও ওমরাহ নীতি অনুযায়ী পরবর্তী ক্রমিক থেকে নিবন্ধন সম্পন্ন করা হবে। সৌদি সরকারের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের করা হজ চুক্তি অনুসারে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার যাত্রী হজ পালন করবেন। উল্লেখ্য, প্রাকনিবন্ধিত হজগমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় ১ মার্চ। আর মাত্র তিনদিন পরই হজ নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১ এপ্রিলের সময়সীমা শেষ হবে। আগামী ১৪ জুলাই হজ ফ্লাইট শুরুর কথা রয়েছে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ হতে পারে।