হজ নিবন্ধনকারীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে

বৃহস্পতিবার :: ২৯.০৩.২০১৮

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯০ হাজারেরও বেশি হজগমনেচ্ছু নিবন্ধন সম্পন্ন করেছেন। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮শ ৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪ হাজার ১শ ৬৬ জনসহ মোট ৯০ হাজার ২৫ জন নিবন্ধন করেছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ এপ্রিলের পর হজ ও ওমরাহ নীতি অনুযায়ী পরবর্তী ক্রমিক থেকে নিবন্ধন সম্পন্ন করা হবে। সৌদি সরকারের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের করা হজ চুক্তি অনুসারে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার যাত্রী হজ পালন করবেন। উল্লেখ্য, প্রাকনিবন্ধিত হজগমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় ১ মার্চ। আর মাত্র তিনদিন পরই হজ নিবন্ধনের জন্য ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১ এপ্রিলের সময়সীমা শেষ হবে। আগামী ১৪ জুলাই হজ ফ্লাইট শুরুর কথা রয়েছে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ হতে পারে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …