বুধবার ঃঃ ১২.০৭.২০১৭
চলতি বছর হজ গমনেচ্ছুদের স্বাস্থ্যসনদ হেলথ সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা এ দুই ধরনের টিকা দেওয়া হবে। এ ছাড়া ১৬ জুলাই থেকে রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কার্যক্রম। ধর্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রত্যেক হজযাত্রীকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা রোগের টিকা দেওয়া হবে। একইসঙ্গে স্বাস্থ্য পরীক্ষা করে একটি হেলথ সার্টিফিকেট দেওয়া হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে নিবন্ধিত সব হজযাত্রীকেই স্বাস্থ্য সনদ ও টিকা নিতে হবে। স্বাস্থ্য সনদটি বিমানবন্দরে প্রদর্শনের জন্য যাত্রীদের সংরক্ষণ করতে হবে।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …