শুক্রবার ঃঃ ২১.০৭.২০১৭
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের ভুলে হজ প্যাকেজে যুক্ত বাড়তি ৩ হাজার টাকা এবার হজযাত্রীদের দিতে হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। আজ রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় তিনি বলেন, বাড়তি প্লেন ভাড়ার টাকা প্রধানমন্ত্রী বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই এবার এ টাকা দিতে হবে না। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, এখনো কোনো এজেন্সি বাড়তি টাকা নেয়নি। আর যদিও কেউ নিয়ে থাকে তাহলে তা ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে হজ প্যাকেজে অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করে গত ৬ জুলাই নির্দেশনা দেওয়া হয়।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …