রবিবার :: ০১.০৪.২০১৮
জকি ক্লাব গার্লস আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। আজ শেষ ম্যাচে স্বাগতিক হংকং অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চারজাতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে তিন ম্যাচের ৩টিতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জয় নিশ্চিত করে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।