সোমবার :: ০২.০৪.২০১৮
স্টিভেন স্মিথের পরিবর্তে আসন্ন ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। কেপ টাউন টেস্টে বল টেম্পারিং ঘটনায় সম্প্রতি আইপিএল থেকে স্মিথকে নিষিদ্ধ করা হয়েছে। ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে ২৬ বছর বয়সী ক্লাসেনের আন্তর্জাতিক অভিষেক হয়। সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যেই নিজের সফলতা প্রমাণ করেছেন। টি-২০তে ৪৪ ইনিংসে তার স্ট্রাইকর রেট ১৪৬। কুলদ্বীপ যাদব ও যুযভেন্দ্র চাহালের মত রিস্ট স্পিনারদের মোকাবেলায় গুটিকয়েক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের মধ্যে ক্লাসেন নিজেকে প্রমাণ করেছেন।