মঙ্গলবার :: ২৭.০৩.২০১৮
বল টেম্পারিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলা হচ্ছে না স্টিভেন স্মিথের। এবার তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ ম্যাচের জন্য অধিনায়ক করা হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান পেইনকে। এদিকে গ্রীষ্মের শুরুতে ব্যানক্রফটের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা হারিয়েছিলেন রেনশো। এবার ব্যানক্রফটের ঘটনায় আবারও অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিলেন তিনি।