স্মার্ট সেবা ক্যাম্পেইনে ডালিম পেলেন সেরা উদ্যোক্তা পুরস্কার

গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এক সেবা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিম স্মার্ট সেবা ক্যাম্পেইন-২০২২ এ জেলাপর্যায়ে সেরা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন। জনগণের দোরগোড়ায় স্মার্টসেবা প্রদানের জন্য এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়।
গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।
এসপায়ার টু ইনোভেট (এটুআই) আয়োজিত দেশসেরা স্মার্ট উদ্যোক্তা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটুআই প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) ও নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান, এটুআইয়ের প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম, এটুআই প্রকল্পের কর্মকর্তা অশোক বিশ্বাস, কামাল হোসেন সৈকত, মাসুম বিল্লাহ ও তহুরুল ইসলামসহ অন্যরা।
অলিউল ইসলাম ডালিম এই পুরস্কার পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে ডালিম তার এই কৃতিত্বে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্মার্ট সেবা ক্যাম্পেইন-২০২২ এ জেলাপর্যায়ে সেরা উদ্যোক্তা নির্বাচিত হওয়ায় সামনের দিনে আরো ভালো সেবা দিবেন বলে তিনি জানান।
এর আগে তিনি বিভাগীয় পর্যায়ের চারবার, জরুরি সেবা ৩৩৩ কলসেন্টারসহ জেলা ও উপজেলা পর্যায়ে একাধিকবার সেরা উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top