রবিবার :: ২৫.০৩.২০১৮
সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন এবং সব স্তরের মানুষকে আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮টায় একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুরোধ জানানো হয়েছে। আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সারওয়ার হোসেনের সই করা এক জরুরি চিঠিতে এ অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দেশব্যাপী একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য সকাল ৮টায় সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে পতাকা উত্তোলন করবেন এবং জাতীয় সংগীত গাইবেন। একই সময় দেশব্যাপী জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য অনুরোধ জানানো হলো।